আলহামদুলিল্লাহ!!!
আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, এসডিএস- এসইপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত মিরকাদিম রি-স্ট্রকিং ফার্মের প্রথম বকনা বাছুর গত ৩১/০৮/২০২৩ ইং তারিখে আলী হাওলাদার এগ্রো ফার্মে জন্মগ্রহণ করে। এটি বাংলাদেশে মিরকাদিম জাতের গবাদি প্রাণীর ঐতিহ্য সংরক্ষণের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে সফলতার প্রথম ধাপ। বিলুপ্ত প্রায় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম গরুর জাত উন্নয়নে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর, লৌহজং ও সিরাজদীখান উপজেলায় এসইপি প্রকল্পের অর্থায়নে এসডিএস উদ্যোক্তা পর্যায়ে চারটি রি-স্ট্রক ফার্ম প্রতিষ্ঠা করণের পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ অফিসের তত্ত্বাবধানে নিয়মিত তদারকী কার্যক্রম পরিচালনা করে আসছে।