প্রকল্প সারসংক্ষেপ

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি টিকিয়ে রাখার জন্য পরিবেশগত স্থিতিশীলতা এবং জলবায়ূ স্থিতিস্থাপকতা বৃদ্ধি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইয়েলের ২০১৬ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ১৭৩ তম স্থানে রয়েছে। বৈশ্বিকভাবে, জলবায়ূ পরিবর্তনের প্রভাবের কারণে অর্থনীতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান। ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) আধিপত্যে উৎপাদনের দ্রুত বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও অবক্ষয় এবং ক্রমবর্ধমান বায়ু, মাটি এবং পানি দূষণের ব্যাপক বৃদ্ধির দিকে পরিচালিত করেছে। দারিদ্র্য ও বৈষম্য হ্রাসের দিকে অগ্রগতি অব্যাহত রাখার জন্য নেতিবাচক পরিবেশগত বাহ্যিকতা হ্রাস করা বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকার ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। একটি সবুজ বৃদ্ধির যাত্রা পথে বাংলাদেশের জন্য বর্ধিত উৎপাদনশীলতা এবং উদ্ভাবন; নতুন বাজারে প্রবেশাধিকার; জনগণের রাজস্ব উৎপাদন এবং দারিদ্রতার ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে প্রধান সুবিধা প্রদান করবে।

মাইক্রো এন্টারপ্রাইজ সেক্টরে, সক্ষমতা, বাজারের অভিগম্যতা, জ্ঞান এবং আর্থিক বাধাগুলির মিশ্রণের কারণে পরিবেশগত স্থায়িত্ব এবং জলবায়ূ স্থিতিস্থাপকতার দিকে মনোযোগ সীমিত। যদিও পরিসংখ্যানগুলি দেখায় যে মাইক্রো এন্টারপ্রাইজগুলি থেকে জিডিপিতে একটি উচ্চ অবদান রয়েছে, তবে এটি দেখানোর খুব কম প্রমাণ রয়েছে যে মাইক্রো এন্টারপ্রাইজগুলি একটি টেকসই উপায়ে বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র, ক্ষুদ্র/ছোট ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) কর্মক্ষমতা রাজস্ব আয়, যন্ত্রপাতি ব্যবহার, মূলধন-শ্রমের অনুপাত এবং কিছু ক্ষেত্রে শ্রম উৎপাদনশীলতা ছাড়া মূল্য সংযোজন বৃদ্ধির ক্ষেত্রে সীমিত। নেতিবাচক বাহ্যিকতা, যেমন দূষণ, স্বাস্থ্যের প্রভাব, বা উৎপাদনশীলতা হ্রাস, সাধারণত খরচে প্রতিফলিত হয় না, যার ফলে ক্ষুদ্র উদ্যোগগুলিকে আরও টেকসই পণ্য এবং পরিষেবাগুলিতে স্থানান্তরিত করতে বা সম্মিলিতভাবে উন্নত পরিবেশগত প্রযুক্তি এবং অবকাঠামোতে বিনিয়োগের জন্য প্রণোদনা হ্রাস করে।

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (SEP) পরিবেশগতভাবে চাপযুক্ত এবং/অথবা জলবায়ূ পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের জন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলির উপর ফোকাস সহ কৃষি ব্যবসা এবং উৎপাদন ক্লাস্টারগুলিতে ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন করে। প্রকল্পটির লক্ষ্য কৃষি ব্যবসা ও উৎপাদন খাতে পরিবেশবান্ধব বিনিয়োগ (শক্তি, পানি এবং সম্পদ দক্ষতা) মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগকে সহায়তা করা যাতে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় ক্ষুদ্র উদ্যোগগুলির মধ্যে পরিবেশগতভাবে টেকসই প্রযুক্তি এবং অনুশীলনের প্রচার করা হয়, ক্ষুদ্র ঋণ প্রদানের ইকোসিস্টেমে পরিবর্তন আনয়ন করা এবং সহায়তা করা। প্রকল্প-সমর্থিত উদ্যোগে মৌলিক অপারেশনাল নিরাপত্তা নিয়ম গ্রহণ।

প্রকল্পটি তিনটি উপাদান নিয়ে গঠিত হবে: (ক) পরিষেবা বৃদ্ধি এবং সিস্টেম সক্ষম করা, (খ) বাণিজ্যিকভাবে কার্যকর পরিবেশবান্ধব এবং স্থিতিস্থাপক ক্ষুদ্র উদ্যোগের জন্য অর্থের অভিগম্যতাকে শক্তিশালী করা এবং (গ) ১- প্রকল্প ব্যবস্থাপনা, জ্ঞান ব্যবস্থাপনা, এবং পর্যবেক্ষণ ও মূল্যায়ন। ২- প্রকল্পটি অগ্রাধিকার দেবে দূষণকারী মাইক্রো এন্টারপ্রাইজ ব্যবসায়িক ক্লাস্টারগুলির একটি নির্বাচিত সংখ্যক, যা নির্গমন কমাতে এবং সম্পদের দক্ষতা বাড়াতে পারে এবং উদ্ভাবনী অর্থনৈতিক কর্মকান্ডের সম্প্রসারণ যা পরিবেশ বান্ধব পরিষ্কার এবং সবুজ ব্যবসা এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় অবদান রাখে।

সরকারের সহায়তায়, PKSF তার পরিবেশগত স্থায়িত্ব উন্নত করার জন্য মাইক্রো এন্টারপ্রাইজ সেক্টরের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (SEP)’ বাস্তবায়ন করছে।

SEP’র উদ্দেশ্য হল লক্ষ্যযুক্ত ক্ষুদ্র উদ্যোগের দ্বারা পরিবেশগতভাবে টেকসই চর্চা গ্রহণ বাড়ানো। বিভিন্ন সাব-সেক্টরে প্রকল্পের প্রভাব প্রদর্শনের জন্য এসইপি ৩০টি প্রধান জেলাকে প্রকল্পের কাজের এলাকা হিসেবে বেছে নিয়েছে। প্রকল্পটি দূষণকারী মাইক্রো এন্টারপ্রাইজ ব্যবসা ক্লাস্টারগুলির একটি নির্বাচিত সংখ্যককে অগ্রাধিকার দেয় এবং আরও টেকসই পরিবেশের জন্য সহায়ক উদ্ভাবনী অর্থনৈতিক কর্মকান্ডের সম্প্রসারণকে সমর্থন করে।

প্রকল্প পরিচিতি

ভূমিকাঃ- টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে পিকেএসএফ মূলত; মানুষের জীবনচক্রের শুরু থেকে শেষ পর্যায়ের সকল অবস্থাকে বিবেচনা করে কার্যক্রম গ্রহণ করে থাকে, যার সাথে আর্থ-সামাজিক ও পরিবেশগত উন্নয়ন সম্পৃক্ত রয়েছে। তাই আর্থিক উন্নয়নের সাথে পরিবেশগত উন্নয়নে গুরুত্বারোপ করার বিষয়টি ছাড়াও ব্যবসাগুচ্ছ-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে পরিবেশের স্থায়ী ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ক্ষুদ্রউদ্যোগের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পিকেএসএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় বিশ্বব্যাংক অর্থায়িত – “Sustainable Enterprise Project (SEP)” বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল ব্যবসাগুচ্ছভিত্তিক ক্ষুদ্রউদ্যোগ গুলিতে পরিবেশসম্মত টেকসই চর্চা বৃদ্ধি করার জন্য উপযুক্ত প্রযুক্তির প্রচলন, বিপণন সামর্থ্য বৃদ্ধি ও ব্র্যান্ড তৈরীতে সহযোগিতার পাশাপাশি এতদ্বিষয়ক সক্ষমতা বৃদ্ধি করা।

 

প্রেক্ষাপটঃ
মুন্সীগঞ্জ জেলার লৌহজং, শ্রীনগর ও সিরাজদীখান উপজেলা বেশিরভাগ জনগোষ্ঠী গরু পালনের সাথে জড়িত এবং এই উপজেলাগুলিতে প্রায় ০.৫ মিলিয়ন গবাদি পশু রয়েছে। কিন্তু অবৈধ ওষুধ ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের খাবার খাইয়ে গরু মোটাতাজা করণের ফলে গরুর শরীরে নানা বিষাক্ত পদার্থ জমা এবং মাংসের সাথে মিশে যাচ্ছে। এসব, গরুর মাংস রীতিমতো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও বিপদজনক। এসব, স্টেরয়েড ঔষুধ মানবদেহের কিডনি, ফুসফুস, লিভার, হৃদপিন্ড ইত্যাদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সঠিক ব্যবস্থাপনা না থাকায়, গোবর ও গো-মূত্রের ফলে মাটি, পানি এবং বায়ু দূষণের মাধ্যমে গোটা এলাকা দূষিত হয়ে পড়েছে। এ অঞ্চলের ভ‚গর্ভস্থ পানি মানুষের স্বাস্থ্য ও জীব বৈচিত্র্যের জন্য বিপজ্জনক। সঠিক খামার ব্যবস্থাপনা না থাকার কারনে খামারিরা নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উক্ত এলাকায় বাছুর মৃত্যুর হার প্রায় ৫% যা দেশীয় মানের (৪%) চেয়ে অনেক বেশি এবং আন্তর্জাতিক মানের (প্রায় ২%) চেয়ে প্রায় ৬ গুন। খাদ্যের অত্যধিক ব্যয়, উন্নত জাতের ঘাসের অপ্রতুলতা, গো-চিকিৎসা প্রাপ্তির অভাব, অজ্ঞতা ও সচেতনতার অভাব, গোয়ালাদের দৌরাত্ব, গরুকে টেনে-হিচড়ে গাড়িতে উঠানো, পণ্যের বাজার সীমাবদ্ধতা ইত্যাদি কারণে খামারিরা গরু ও দুধের প্রাপ্য/ন্যায্য দাম হতে বঞ্চিত হচ্ছে। এসকল সমস্যা সমাধানকল্পে ও প্রকল্প এলাকার ভেটেরিনারি ও প্যারাভেটের সেবার মান উন্নত করনের মাধ্যমে বাছুর মৃত্যুর হার কমানো, আধুনিক প্রযুক্তির মাধ্যমে গো-খাদ্য ব্যয় কমানো, কমিউনিটি পর্যায়ে গো বর্জ্য সংরক্ষণাগার ও বায়োগ্যাস নির্মানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে গো-খাদ্য ব্যয় কমানো, স্থানীয় ব্র্যান্ড উন্নয়ন কল্পে সার্টিফিকেশন এর মাধ্যমে খামারীদের উন্নত বাজারে প্রবেশে সহায়তা ইত্যাদি বাস্তবায়ন এর জন্য “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” এর আওতায় পিকেএসএফ-এর সহযোগী সংস্থা ‘’ শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি ” গরু মোটাতাজাকরন অর্থনৈতিক কর্মকান্ড (সাব-সেক্টর) এর আওতায় “পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বিদ্যমান প্রচলিত গরু মোটাতাজাকরণ খামারকে নিরাপদ এবং প্রাকৃতিক খামারে রূপান্তরকরণ” উপ-প্রকল্প বাস্তবায়ন শুরু করে।