ইউরিন ম্যানেজমেন্ট প্লান্ট

ইউরিন ম্যানেজমেন্ট প্লান্ট কমিউনিটি পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় একটি অনন্য উদ্যোগ। খামারিরা তাদের উদ্যোগের গো-বর্জ্যে ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করলেও গো-মূত্র ব্যবস্থাপনায় কোন উদ্যোগ দৃশ্যমান ছিলনা। যার ফলে গো-মূত্র যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় খামার ও খামারের আশে-পাশের পরিবেশে ঝাঝালো দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশ মারাত্বকভাবে দুষিত হতো। উদ্যোক্তা এবং এসইপি প্রকল্পের যৌথ উদ্যোগে গো-বর্জ্য সংরক্ষণের পদক্ষেপ হিসাবে গো-মূত্র একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণের মাধ্যমে পরিবেশ উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হয়। খামারের কাছাকাছি স্থানে গো-মূত্র সংরক্ষণাগার প্লান্টগুলো তৈরী করা হয়। খামারের ড্রেনের সাথে দুইটা পাইপ স্থাপন করেন, প্রথম পাইপ দিয়ে গো-মূত্র সংরক্ষণাগার প্লান্টে জমা হয় এবং দ্বিতিয় পাইপ দিয়ে খামার পরিস্কার ও গরুর গোসলের পানি একটি নির্দিষ্ট গর্তে জমা হয়। খামার পরিস্কার ও গরুর গোসলের সময় প্রথম পাইপের মুখ বন্ধ থাকে। খামার পরিস্কার এবং গরু গোসল হয়ে গেলে দ্বিতীয় পাইপের মুখ বন্ধ করে প্রথম পাইপের মুখ খুলে দেওয়া হয় । উদ্যোক্তা মোছাঃ স্বর্ণা আক্তার বলেন, এই প্রকল্পে যুক্ত হওয়ার সময় খামারের পরিবেশ উন্নয়নে অঙ্গিকার গ্রহণ করি। সেই অঙ্গিকার বাস্তবায়নে প্রকল্পের কর্মকর্তাদের পরামর্শ ও দিক নির্দেশনায় খামারের কাছাকাছি স্থানে গো-মূত্র সংরক্ষণাগার প্লান্ট তৈরী করি। এই প্লান্ট তৈরীর করে খামার ও বাড়িতে আগের মত দুর্গন্ধ ছড়ায় না।