প্রকল্প কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সমূহ

আর্থিক সেবাসমূহ (সদস্য, সঞ্চয় ও ঋণ কার্যক্রম)-অর্থনৈতিক উন্নয়ন সকল উন্নয়নের মূল। এসইপি’র আওতায় ব্যবসাগুচ্ছভিত্তিক ক্ষুদ্রউদ্যোগগুলোর সম্প্রসারণ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জনে আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ডে অংশগ্রহনের কোন বিকল্প নাই। এসইপি প্রকল্পের একটি অন্যতম কার্যক্রম হল কমন সার্ভিস বা সাধারণ সেবা ঋণ। এই ঋণেরসার্ভিস চার্জ অন্যান্য ঋণের তুলনায় অনেক কম এবং এই ঋণের অর্থ বিভিন্ন মেয়াদে পরিশোধের সুযোগ ছিল। তাই গরু মোটাতাজাকরণ উদ্যোগের সাথে যুক্ত হওয়ায় খামার ও ব্যবসার সম্প্রসারণে ভূমিকা রাখছে। বাস্তবায়িত প্রতিটি কার্যক্রমের জন্য পৃথক নীতিমালা বা গাইডলাইন রয়েছে। নীতিমালা মেনে সাধারণ সেবা ঋণ প্রদাণের পূর্বে ২২৫টি সমিতির আওতায় ৬০০ উদ্যোগ জরিপ করে। জরিপে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ২০৩ জন উদ্যোক্তাদের মাঝে ১ কোটি ৯ লক্ষ ৫৫ হাজার টাকার ঋণ উদ্যোক্তা পর্যায়েবিতরণ করা হয়। এই ঋণের অর্থ নিয়ে উদ্যোক্তারা, মিরকাদিম জাতের গরু ক্রয়, কেঁচো সার উৎপাদন, উন্নত জাতের ঘাস উৎপাদন, গো-খাদ্য প্রস্তুত এর জন্য পেলেট মেশিন ও চপার মেশিন ক্রয়, স্থানীয় পর্যায়ে প্রাণী সেবা প্রদানকারী ব্যক্তিদের চিকিৎসা সরঞ্জাম ক্রয় এবং গো-খাদ্য বিক্রেতাদের ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন ব্যবসা স্থাপন ও সম্প্রসারণ করেছেন। এই সমস্ত উদ্যোগ হতে এসডিএস-এসইপি প্রকল্প ও প্রকল্পের বাহিরের উদ্যোক্তাগণ নিয়মিত সেবা গ্রহণ করে আসছেন। এই সেবা খাত সম্প্রসারণের ফলে উদ্যোক্তাদের ভোগান্তি লাঘব হয়েছে, প্রানী সেবা সহজ হয়েছে, খামারে মোটাতাজাকৃত গরুরর সম্প্রসারণ ঘটেছে, ফড়িয়া ও দালালদের দৌরত্ব কমে আসছে। সাধারণ সেবা ঋণের উল্লেখযোগ্য খাতগুলো হলোঃ 

আয় বর্ধনমূলক সাধারণ সেবা কার্যক্রম সমূহঃ- 

অর্থনৈতিক উন্নয়নের পাশা-পাশি কমিউনিটি পর্যায়ে আয় বর্হিভ‚ত সাধারণ কাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম কমিউনিটির পরিবেশ উন্নয়ন তথা অর্থনৈতিক গতিশীলতা আনয়ন করে। এসইপি’র আওতায় ব্যবসাগুচ্ছভিত্তিক ক্ষুদ্রউদ্যোগগুলোর সম্প্রসারণ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জনে আয় বর্হিভ‚ত সাধারণ কাঠামোগত উন্নয়নমূলক কর্মকান্ডের কোন বিকল্প নাই। এসইপি প্রকল্পের একটি বিশেষ কর্মকান্ড হল আয় বর্হিভ‚ত সাধারণ কাঠামোগত উন্নয়নমূলক কর্মকান্ড। আয় বর্হিভ‚ত সাধারণ কাঠামোগত উন্নয়নমূলক কর্র্মকান্ড গরু মোটাতাজাকরণ উদ্যোগের সাথে যুক্ত হওয়ায় খামার ও ব্যবসার সম্প্রসারণে ভূমিকা রাখছে। বাস্তবায়িত উন্নয়নমূলক কর্র্মকান্ডের জন্য পৃথক নীতিমালা বা গাইডলাইন রয়েছে। নীতিমালা মেনে কমিউনিটি পর্যায়ে কার্মকান্ড বাস্তবায়নের পূর্বে ২২৫টি সমিতির আওতায় ৬০০ উদ্যোগ জরিপ করে। জরিপে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ১৯৭ জন উদ্যোক্তাদের মাঝে ১৬টি উন্নয়নমূলক কর্র্মকান্ড বাস্তবায়ন করা হয়। এই সমস্ত উদ্যোগ হতে এসডিএস-এসইপি প্রকল্প ও প্রকল্পের বাহিরের উদ্যোক্তাগণ নিয়মিত সুবিধা গ্রহণ করে আসছেন। এই সেবা খাত সম্প্রসারণের ফলে উদ্যোক্তাদের ভোগান্তি লাঘব হয়েছে, প্রানী সেবা সহজ হয়েছে, খামারে পরিবেশসম্মত উপায়ে গরু মোটাতাজাকণ কার্যক্রম সম্প্রসারণ ঘটেছে।আয় বর্হিভ‚ত সাধারণ কাঠামোগত উন্নয়নমূলক কর্র্মকান্ড গুলো হলোঃ

  • কমিউনিটি পর্যায়ে গোবর সংরক্ষণাগার নির্মাণ। বিস্তারিত>>>
  • পরিবেশসম্মত গোয়াল ঘর নির্মান কার্যক্রম। বিস্তারিত>>>
  • মিরকাদিম জাতের গরুরর জাত উন্নয়ন ফার্ম। বিস্তারিত>>>
  • বানিজ্যিক ভার্মি কম্পোষ্ট উৎপাদন, প্যাকেটিং ও মার্কেটিং। বিস্তারিত>>>