আলী হাওলাদার এগ্রো ফার্মে  মিরকাদিম জাতের বকনা বাছুর জন্মগ্রহণ করেছে।

আলী হাওলাদার এগ্রো ফার্মে মিরকাদিম জাতের বকনা বাছুর জন্মগ্রহণ করেছে।

আলহামদুলিল্লাহ!!!
আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, এসডিএস- এসইপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত মিরকাদিম রি-স্ট্রকিং ফার্মের প্রথম বকনা বাছুর গত ৩১/০৮/২০২৩ ইং তারিখে আলী হাওলাদার এগ্রো ফার্মে জন্মগ্রহণ করে। এটি বাংলাদেশে মিরকাদিম জাতের গবাদি প্রাণীর ঐতিহ্য সংরক্ষণের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে সফলতার প্রথম ধাপ। বিলুপ্ত প্রায় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম গরুর জাত উন্নয়নে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর, লৌহজং ও সিরাজদীখান উপজেলায় এসইপি প্রকল্পের অর্থায়নে এসডিএস উদ্যোক্তা পর্যায়ে চারটি রি-স্ট্রক ফার্ম প্রতিষ্ঠা করণের পাশাপাশি উপজেলা প্রাণী সম্পদ অফিসের তত্ত্বাবধানে নিয়মিত তদারকী কার্যক্রম পরিচালনা করে আসছে।
Field Visit by PKSF

Field Visit by PKSF

অদ্য ২৩/০৮/২০২৩ ইং তারিখ সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)- পিকেএসএফ-এর Program Officer ( Livestock -Husbandry) জনাব মোঃ জাফর ইকবাল, SDS কর্তৃক বাস্তবায়নাধীন Environment Friendly Beef Fattening উপ-প্রকল্পের কর্মএলাকা, মাঝিরকান্দী চর অঞ্চলে উদ্যোক্তাদের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।
নির্বাহী পরিচালক মহোদয় প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন।

নির্বাহী পরিচালক মহোদয় প্রকল্প কার্যক্রম পরিদর্শন করেন।

অদ্য ২০/০৬/২০২৩ ইং তারিখ শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আওতাধীন পদ্মা নদীর তীরবর্তী মাঝিরকান্দী চরে “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জনাব রাবেয়া বেগম, নির্বাহী পরিচালক, এসডিএস (শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি)। সাথে উপস্থিত ছিলেন জনাব বিএম কামরুল হাসান বাদল,পরিচালক এমএফ, এসডিএস। প্রকল্প বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে সহযোগিতা করেন প্রকল্প ব্যবস্থাপক হাসান মোঃ আরিফুল করিম, এসইপি। নির্বাহী পরিচালক মহোদয় প্রকল্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।